bdsfdm@gmail.com       ০১৭০৫৯৮১৩১৪
শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস

চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন ০১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহানন্দা নদীর তীরে বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসাটি অবস্থিত। জনবহুল এলাকা হিসেবে পরিচিত, সেই সময়ে ১৯৫৭ ইং সালে বালিয়াডাঙ্গার মানুষ ইসলামী শিক্ষায় পিছিয়ে ছিল। সেই জনগষ্ঠীকে ইসলামি শিক্ষায় আলোকিত করার লক্ষে পীর কেবলা মরহুম জয়নাল আবেদীন (বগুড়া) এর পরামর্শ ও উৎসাহ ডাঃ আলহাজ্ব মুনসুর আহমেদ, আলহাজ্ব মোমতাজ উদ্দীন,  সাহেব স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অত্র প্রতিষ্টানে গভার্নিং বডি ও শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হইয়া আসিতেছে। অত্র ফাজিল মাদরাসাটির পাশ দিয়ে মহানন্দা নদী বহিয়া গিয়াছে। প্রতিষ্টানে বিজ্ঞান ও মানবিক শাখা চালু আছে। অত্র প্রতিষ্ঠানে ৩৩ জন শিক্ষক শিক্ষিকা, ৮ জন কর্মচারী কর্মরত আছে। অত্র প্রতিষ্ঠানে মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৭৮০ জন।

০১/০১/১৯৫৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ০১/০১/১৯৬৬ইং সালে প্রথম স্বীকৃতি লাভ করে। আলিম শ্রেনী ০১/০৭/১৯৮২ইং এবং ০১/০৭/১৯৯৫ইং সালে ফাজিল স্বীকৃতি লাভ করে। অত্র প্রতিষ্ঠানটি এম.পি.ও ভুক্তি হয় ০১/০৩/১৯৮৫ সালে।

অধ্যক্ষ এর বানী

... মোহাম্মদ মনিরুল হক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহানন্দা নদীর তীরে অবস্থিত বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসা। মাদরাসাটি মূলত ধর্মজ্ঞানপুষ্ট শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ ইং সালে। মানব সভ্যতার ক্রমবিকাশমান ধারায় আমরা উত্তর আধুনিক সমাজের বিশ্ব নাগরিক। একটা জাতির উন্নতির মাপকাঠি হল শিক্ষা। দারিদ্র বিমোচনের লক্ষ্য পূরনে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন। Read More

এক নজরে শিক্ষা প্রতিষ্ঠান
শিরোনাম সংখ্যা শিরোনাম সংখ্যা
স্থাপিত ১৯৫৭ এমপিও ভুক্ত ১৯৮৫
ছাত্র/ছাত্রী ৭৮০ জন ভবন ৩টি
শিক্ষক ৩৩ জন কর্মচারী ৮ জন
বিজ্ঞান ল্যাব ১ টি কম্পি. ল্যাব ১ টি
সভাপতি

 

মোঃ নাকিব হাসান তরফদার,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ

অধ্যক্ষ

মোহাম্মদ মনিরুল হক

জরুরী হটলাইন